সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

নির্বাচন পরবর্তী সহিংসতা

সন্দ্বীপে ইউপি চেয়ারম্যান টিটুসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ০৪ জুন ২০২৩, ২১:২৮

চট্টগ্রামের সন্দ্বীপে উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলা ও মারধরের ঘটনায় কালাপানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলীমুর রাজী টিটুসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। 

শনিবার (৩ জুন) মামলাটি দায়ের করেন স্থানীয় ইউনিয়ন যুবলীগ সভাপতি আব্দুল কাদের। মামলায় চেয়ারম্যান টিটু ছাড়াও তার পরিবারের আরও ২জনকে আসামি করা হয়েছে।

জানা গেছে, ২৫ মে সন্ধ্যায় নৌকা প্রতীকের বিজয় মিছিল থেকে ওই সশ্রস্ত্র হামলা হয়। এ সময় তিনি ও তার ভাই পারভেজ স্থানীয় দ্বীপবন্ধু ক্লাবে বসে টিভি দেখছিলেন। এ সময় স্থানীয় চেয়ারম্যান টিটুর নেতৃত্বে ২০/২৫ জন যুবক মোটরসাইকেলে করে ক্লাবের সামনে আসে। মুহূর্তে টিটু দৌড়ে এসে তার মাথায় অস্ত্র তাক করে। এ সময় আরও কয়েকজন এসে কাদেরকে এলোপাতাড়ি মারধর করতে থাকে। কাদের অস্ত্রটি কেড়ে নেওয়ার চেষ্টা করলে টিটু দৌড়ে পালিয়ে যান। 

বাদীর অভিযোগ, উপনির্বাচনে তিনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রফিকুল ইসলামের পক্ষে কাজ করায় হামলার শিকার হন। তাছাড়া এ বছর তিনি কালাপানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার কথা রয়েছে। আবদুল কাদের স্থানীয় ওয়ার্ড মেম্বার ও ইউনিয়ন যুবলীগের সভাপতি। অপরদিকে তার ভাই পারভেজ ওয়ার্ড আওয়ামী লীগের নেতা।

আব্দুল কাদের বলেন, টিটু চেয়ারম্যান হওয়াার পর সরকারি টাকা আত্মসাৎ, কাবিখা ও কাবিটার চাল বাইরে বিক্রি করে দেওয়ার অভিযোগ আছে। এসব ঘটনায় টিটুর বিরুদ্ধে গ্রামের শত শত মানুষের স্বীকারোক্তি রয়েছে তার কাছে। এ কারণে দীর্ঘদিন ধরে টিটু তাকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছে।
মামলায় হত্যার উদ্দেশ্যে মারধর করে গুরুতর কাটা জখম, হাড়ভাঙ্গা জখমের মতো অপরাধ আনা হয়। 

সন্দ্বীপ থানার ওসি শহীদুল ইসলাম জানান, মামলা দায়েরের পর থেকে টিটিুর গ্রেপ্তারে অভিযান চলছে।

ইত্তেফাক/পিও