শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৫ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

খায়ের আবদুল্লাহর গণসংযোগ, তাপসের ইশতেহার ঘোষণা

আপডেট : ০৫ জুন ২০২৩, ০৯:৪১

বরিশাল সিটি নির্বাচন সামনে রেখে ব্যাপক প্রচারণায় নেমেছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। রোববার (৪ জুন) নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ নগরীর বাংলাবাজার এলাকার ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে গণসংযোগ করেন।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, কেন্দ্রীয় নেতা বলরাম পোদ্দার প্রমুখ।

এছাড়া হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করীম রোববার নগরীর সাগরদী বাজার ও আমতলা মোড়, ৭নম্বর ওয়ার্ড ভাটিখানা, ৩নম্বর ওয়ার্ড কাউনিয়া এবং ৩০নম্বর ওয়ার্ড রেইনট্রিতলা এলাকায় গণসংযোগ করেন।

তাপসের ইশতেহার ঘোষণা

জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী ইকবাল হোসেন তাপস রোববার বেলা সাড়ে ১১টায় বরিশাল ক্লাবের অমৃত লাল দে মিলনায়তনে ৩০টি নির্দিষ্ট খাতে উন্নয়ন প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

খায়ের আবদুল্লাহর

উৎপাদনমুখী মেগা সিটিতে পরিণত করা, শিক্ষা-চিকিৎসা ব্যবস্থায় উন্নয়ন, বেকারত্ব দূরীকরণসহ নগরবাসীর স্বপ্ন পূরণে অঙ্গীকার করেন তিনি। এ সময় তার সহধর্মিণী ইসমত আরা ইকবাল, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মহসিন উল ইসলাম হাবুলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অধিকাংশ ভোটারের সঙ্গে দেখা হয় না প্রার্থীর:

এদিকে নির্বাচন সামনে রেখে সকাল থেকে গভীর রাত পর্যন্ত মেয়র প্রার্থীরা ছুটে চলেছেন ভোটারদের পেছনে। তবুও সব ভোটারের কাছে যাওয়া সম্ভব হয় না তাদের।

অধিকাংশ ভোটারই বলেছেন, তাদের বাসাবাড়িতে এখন পর্যন্ত কোনো মেয়র প্রার্থীর পা পড়েনি। তবে হাটে-ঘাটে, বাজারে, ব্যবসা প্রতিষ্ঠান, অফিস-আদালত ও স্কুল-কলেজগুলোতে প্রার্থীদের সঙ্গে ভোটারদের হরহামেশা দেখা হচ্ছে। তবে প্রার্থীরা জানান, এতো স্বল্প সময়ে সব ভোটারের বাসাবাড়িতে যাওয়া সম্ভব নয়। তাই তারা জনবহুল মার্কেট, ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট ও অফিস-আদালতকেই গণসংযোগের স্থান হিসেবে বেছে নিয়েছেন।

অপরদিকে যে সব ভোটারের সঙ্গে প্রার্থীদের সাক্ষাৎ হয়েছে তাদের কাছে জানতে চাওয়া হয়েছিল এলাকার সমস্যার কথা মেয়র প্রার্থীকে বলেছেন কিনা? উত্তরে ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেনসহ কয়েক জন জানান, প্রার্থীরা হাত মিলিয়ে দোয়া প্রার্থনা করে এক মিনিটও দাঁড়ান না। তাদের সঙ্গে কথা বলার কোনো সুযোগ হয় না।

ইত্তেফাক/আরএজে