চলতি মাসে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ। চমক রেখে আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ডাক পান দুই নতুন মুখ। তার একজন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী ক্রিকেটার শাহাদাত হোসেন দিপু। প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পেয়ে নিজের অনুভূতি জানিয়েছেন এই ব্যাটার।
সোমবার (৫ জুন) গণমাধ্যমকে দিপু বলেন, 'সবারই স্বপ্ন থাকে জাতীয় দলে খেলার। আমারও একই। ডে বাই ডে আরও যেন উন্নতি করতে পারি, সেটাই চিন্তা করছি।'
জাতীয় দলে টিকে থাকা সহজ নয়। আর তাই মানসিকভাবে শক্ত থাকতে চান দিপু। তিনি আরও বলেন, 'আমি দিনের পর দিন নিজের স্কিলটা উন্নতি করার চেষ্টা করব। মানসিকভাবে আরও শক্ত হওয়ার চেষ্টা করব। এটাই আমার কাজ। যতই উন্নতি করব, আমার জন্য খেলাটা সহজ হবে।'