মানিকগঞ্জের শিবালয়ে স্থানীয়দের হামলায় ২২ শিক্ষার্থী আহত হয়েছেন। সোমবার (৫ জুন) বেলা ১১টার দিকে বেজপাড়া উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, দীর্ঘদিন যাবৎ তুচ্ছ ঘটনা নিয়ে বিদ্যালয়ের পার্শ্ববর্তী শিক্ষার্থী ও অভিভাবকরা দূরবর্তী শিক্ষার্থীদের নানা বিষয়ে হয়রানি করছে। এরই জেরে সোমবার বেলা ১১টার দিকে তারা দূরবর্তী শিক্ষার্থীদের ওপর চড়াও হয়। হামলায় আহত শিক্ষার্থীরা মাটিতে লুটিয়ে পড়ে। প্রধান শিক্ষক ও কতিপয় শিক্ষকের পক্ষপাতিত্বমূলক আচরণে অনেক দিন আগে এমন মারধরের ঘটনা ঘটে।
উপস্থিত লোকজন ও আহতদের অনেকই প্রধান শিক্ষকের কাছে ঘটনার বর্ণনা দিতে ও সুরাহা চাইতে গেলে চরম দুর্ব্যবহার করেন। সংবাদকর্মীরা খবর সংগ্রহে গেলে তিনি অনুরূপ আচরণ করেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় সচেতন মহলে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। আহতদের চিকিৎসার ক্ষেত্রে বাঁধা দেওয়ারও অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত শিক্ষার্থীদের অভিভাবকরা শিবালয় থানায় অভিযোগ করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল খায়ের বলেন, খবর পেয়ে প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।