রোববার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

মানিকগঞ্জে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে ২২ শিক্ষার্থী আহত

আপডেট : ০৫ জুন ২০২৩, ২১:১৪

মানিকগঞ্জের শিবালয়ে স্থানীয়দের হামলায় ২২ শিক্ষার্থী আহত হয়েছেন। সোমবার (৫ জুন) বেলা ১১টার দিকে বেজপাড়া উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, দীর্ঘদিন যাবৎ তুচ্ছ ঘটনা নিয়ে বিদ্যালয়ের পার্শ্ববর্তী শিক্ষার্থী ও অভিভাবকরা দূরবর্তী শিক্ষার্থীদের নানা বিষয়ে হয়রানি করছে। এরই জেরে সোমবার বেলা ১১টার দিকে তারা দূরবর্তী শিক্ষার্থীদের ওপর চড়াও হয়। হামলায় আহত শিক্ষার্থীরা মাটিতে লুটিয়ে পড়ে। প্রধান শিক্ষক ও কতিপয় শিক্ষকের পক্ষপাতিত্বমূলক আচরণে অনেক দিন আগে এমন মারধরের ঘটনা ঘটে। 

উপস্থিত লোকজন ও আহতদের অনেকই প্রধান শিক্ষকের কাছে ঘটনার বর্ণনা দিতে ও সুরাহা চাইতে গেলে চরম দুর্ব্যবহার করেন। সংবাদকর্মীরা খবর সংগ্রহে গেলে তিনি অনুরূপ আচরণ করেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় সচেতন মহলে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। আহতদের চিকিৎসার ক্ষেত্রে বাঁধা দেওয়ারও অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত শিক্ষার্থীদের অভিভাবকরা শিবালয় থানায় অভিযোগ করেন। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল খায়ের বলেন, খবর পেয়ে প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এবি/পিও