বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ফুটবলারদের ওপর বিশ্বাস রাখতে বললেন সালাহউদ্দিন

আপডেট : ০৬ জুন ২০২৩, ১১:৩২

সাফে যাবে ফুটবল দল। গতকালই সোমবার (৫ জুন) প্রথম অনুশীলন শুরু হলো। চূড়ান্ত দল ঘোষণা দেওয়া হয়নি। ৩০ জন নিয়ে ঢাকায় বসুন্ধরা আবাসিক এলাকায় কিংসের মাঠে অনুশীলন শুরু হয়েছে। প্রথম দিনের অনুশীলনে গিয়েছিলেন বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন। দেখতে গিয়েছিলেন। কথা বলেছেন খেলোয়াড়দের সঙ্গে।

জাতীয় দলের অনুশীলন হলেই সভাপতি মাঠে যান। খেলোয়াড়দের প্রেরণা দেন। খেলোয়াড়িদের উজ্জীবিত করতে চেষ্টা করেন। কিন্তু বাস্তবতা হচ্ছে খেলোয়াড়রা সবকিছু শোনেন, তবে দেশ সাফল্য পায় না। এই কারণে হয়তো সভাপতিও বলেন আমি তো খেলে দিতে পারব না। তারপরও নতুন নতুন ট্যুরের সময় বাফুফে সভাপতি নতুন করে জামাল ভূঁইয়াদের সঙ্গে কথা বলে চাঙ্গা করার চেষ্টা করেন।

বাফুফে সভাপতি কিংসের স্টেডিয়ামের ড্রেসিং রুমে ঢোকেন। সেখানে কোচিং স্টাফ প্রস্তুতি নিচ্ছিল মাঠে নামবে। তার আগেই সালাহউদ্দিন খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন। সেখান থেকে বেরিয়ে তিনি সংবাদ মাধ্যমের কাছে নানা প্রশ্নের জবাব দেন। 

সালাহউদ্দিন বলেন, ‘আমরা আশা করছি দল ভারতে সাফ চ্যাম্পিয়নশিপে ভালো খেলবে। আমি এখানে প্লেয়ারদের সঙ্গে কথা বলতে এসেছি, বলতে এসেছি যে তোমরা খেলার আগে ম্যাচ হেরো না। ৯০ মিনিট পর যা হওয়ার হবে, জিতবা বা হারবা। আমি যেটা দেখছি কিছুদিন ধরে ওদের মেন্টালিটি ইজ নট উইনিং অ্যান্ড উইনিং। আমি তাদের বলতে চেয়েছি, তোমাদের উইনিং টিম আছে। তবে তোমরা যদি আগে হারো তবেই সমস্যা। এটাই ছিল আসল কথা।’ সালাহউদ্দিন বলেন, ‘খেলোয়াড়ররা পুরো লিগ খেলেছে, এখন ফর্মের তুঙ্গে আছে। আমি মনে করি, প্লেয়ারদের যেমন দেখছি, তাতে আমাদের জন্য একটা ভালো সাফ চ্যাম্পিয়নশিপ হতে যাচ্ছে।’

পুরোন কথাগুলোই বললেন বাফুফে সভাপতি, ‘খেলোয়াড়দের উজ্জীবিত করতে আমি প্রতিবারই আসি। সভাপতি হিসেবে চেয়ারে বসে কী করতে পারি, কথা বলতে পারবো, অনুপ্রাণিত করতে পারব, তবে আমি তো খেলে দিতে পারব না। ওরা আমাকে বলুক আমর এটা নাই ওটা নাই, এটা দরকার, আমি সবকিছু পূরণ করতে চেষ্টা করব। কিন্তু মাঠের খেলাটা ওদেরই খেলতে হবে। কোচ বলবে, খেলতে হবে ওদের। আমি যা বলব, তা এক কান দিয়ে শুনবে, সেটা হয়তো থাকবে অথবা থাকবে না। তবে কোচ হচ্ছেন আসল লোক যার কথাটা শুনবে। প্লেয়াররাই মূল যারা পারফরম করবে। আমি আপনি না। তাই খেলোয়াড়দের ওপর বিশ্বসাটা রাখতে হবে। কারণ তারাই আমাদের সেরা।’

সালাহউদ্দিন বিশ্বাস করেন এবার তার ফুটবলাররা সত্যি ভালো কিছু করবে। বলছেন, ‘আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি। কারণ এখানে কিছু খেলোয়াড় আছে, যাদের লিগের পারফরম্যান্সে একটা বিশেষত্ব লক্ষ্য করেছি। আগের চেয়ে এখন দুই চার জন খুব ভালো করছে। নতুন কিছু খেলোয়াড় আছে, তারা খুব ভালো করছে। আপনাদের (সাংবাদিক) কাছ থেকে একটা জিনিসই চাই, আপনারা ওদের সমর্থন করুন। সবাই এক সঙ্গে কাজ করলে ভালো রেজাল্ট করা সম্ভব।

দল গঠনে আমি কখনোই নাক গলাই না। আমার ফুটবল জ্ঞান বেশি না কম, সেটা ব্যাপার না। কোচই দলের মূল, তিনিই চূড়ান্ত করবে সবকিছু। আমি নাক গলাবো না। আমি হয়তো পাশ থেকে আলোচনা করতে পারি, তবে কখনোই দল গঠনে আমি কোনো কথা বলিনি, বলব না।’

ইত্তেফাক/এসএস

এ সম্পর্কিত আরও পড়ুন