কুমিল্লার চৌদ্দগ্রামে মিছিল করতে গিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের মুখোমুখি অবস্থানের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সৃষ্টি হয়েছে প্রায় ১০ কিলোমিটার যানজট।
মঙ্গলবার (৬ জুন) বেলা ১১টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটনা ঘটছে। মহাসড়কে লাঠি হাতে দাঁড়িয়ে আছে অর্ধশত লোকের দুটি দল। অনেকের হাতে দেখা গেছে লাঠিসহ দেশীয় অস্ত্র।
স্থানীয় নেতা-কর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কুমিল্লা-১১ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য মুজিবুল হকের অনুসারীরা 'বিএনপি-জামায়াত সন্ত্রাস নৈরাজ্যে'র বিরুদ্ধে উপজেলার মিয়াবাজার হোটেল তাজমহলের সামনে, চৌদ্দগ্রাম উপজেলা সদর, বাতিসায় এবং চিওড়ায় মঙ্গলবার সকাল ১০টায় সমাবেশ আহ্বান করে। একই সময়ে সাবেক পৌর মেয়র এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানের অনুসারীরাও মহাসড়কে জামায়াত বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল করার ঘোষণা দেয়।
এ নিয়ে উভয় গ্রুপে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে ধাওয়া-পাল্টা ধাওয়ায় ও সংঘর্ষ শুরু হয়।