রোববার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

সাংবাদিকদের বিবেক-বুদ্ধি কমে যাচ্ছে ! কটাক্ষ ঢাবি ছাত্রলীগের

আপডেট : ০৬ জুন ২০২৩, ১৮:১৫

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। ‘সাংবাদিকদের বিবেক-বুদ্ধি কমে যাচ্ছে, দিন দিন অবক্ষয় হচ্ছে‘ বলে মন্তব্য করেছেন তিনি। 

মঙ্গলবার (৬ জুন) বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় সাংবাদিকদের উদ্দেশ্য করে এমন মন্তব্য করেন। ঢাবি ছাত্রলীগ নেতার এমন বক্তব্যে গণমাধ্যমকর্মীরা ছাত্রলীগের কর্মসূচি বয়কট করেছেন। 

উপস্থিত সাংবাদিকরা জানান, ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের বক্তব্যকালে ডিবিসি ও সময় টিভিসহ কয়েকজন ক্যামেরাপার্সন সামনে গিয়ে ফুটেজ নিতে গেলে সৈকত রেগে যান এবং ক্ষিপ্ত হয়ে সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, সাংবাদিকদের বিবেক-বুদ্ধি কমে যাচ্ছে। দিন দিন অবক্ষয় হচ্ছে। বক্তব্য দিচ্ছি অথচ সামনে দাঁড়িয়ে ভিডিও নিচ্ছে। ন্যূনতম দূরদর্শিতা থাকা প্রয়োজন একজন সাংবাদিকের। 

এ সময় এক সাংবাদিককে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনাকে নীতিমালা বুঝতে হবে। এ সময় সৈকতের সাথে তাল মিলিয়ে তার অনুসারীরাও সমস্বরে ঠিক ঠিক বলে সমর্থন জানায়।

ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, পুরো স্টেজে যথেষ্ট ফাঁকা জায়গা থাকা সত্ত্বেও আমার সামনে দাঁড়িয়ে ছিলেন ক্যামেরাপার্সনরা। শ্রোতা ও আমি কেউ কাউকে দেখতে পাচ্ছিলাম না। তখন তাদেরকে সরে দাঁড়াতে বলি আমি। এটা কি অন্যায় হয়েছে আমার? কর্মসূচির ভিডিও এবং ছবিতে স্পষ্ট প্রমাণ আছে আমি কেন তাদেরকে সরে দাঁড়াতে বলেছি। উপস্থিত সব সাংবাদিক ঘটনা প্রত্যক্ষ করেছেন।

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, গণমাধ্যমের বন্ধুরা আমাদের কর্মকাণ্ড জাতির সামনে উপস্থাপন করার ক্ষেত্রে নিরলস ভূমিকা পালন করেন। কিছু সীমাবদ্ধতার কারণে আমরা সবসময় তাদেরকে উপযুক্ত পরিবেশ দিতে পারি না। আজকের কর্মসূচিতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। যার জন্য বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে উপস্থিত সাংবাদিকদের নিকট আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি।

ইত্তেফাক/এবি/পিও