রোববার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

চৌদ্দগ্রামে রণক্ষেত্র, রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ২০

আপডেট : ০৬ জুন ২০২৩, ১৯:২৫

কুমিল্লায় আধিপত্য বিস্তারের জেরে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে চৌদ্দগ্রাম রণক্ষেত্রে পরিণত হয়েছে। স্থানীয় সংসদ সদস্য মুজিবুল হক ও সাবেক মেয়র মিজানুর রহমানের সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৬ জুন) সকালে উপজেলার চৌদ্দগ্রাম বাজার এলাকায় এ সংঘর্ষ হয়।  

জানা যায়, মঙ্গলবার সকালে সংসদ সদস্য মুজিবুল হকের সমর্থকরা বিএনপি জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্য এবং প্রধামন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে উপজেলার মিয়াবাজার তাজমহলে, চৌদ্দগ্রাম সদরে, বাতিসা এবং চিওড়া এলাকায় সমাবেশের ঘোষণা দেয়। এর আগে সাবেক পৌর মেয়র মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার মঙ্গলবার সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসগড়কে পথসভার জন্য প্রশাসন বরাবর আবেদন করে। 

সকাল সাড়ে ৮টার দিকে চৌদ্দগ্রাম বাজারের হাসপাতালের সামনে মুজিবুল হকের প্রতিবাদ সভার সভা মঞ্চ ভাঙচুর করলে সংসদ সদস্য মুজিবুল হক এবং সাবেক মেয়র মিজানুর রহমান গ্রুপের নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িতে পড়ে। এতে পুলিশের এসআই শামিমসহ ২০ জন আহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের নেতা-কর্মীরা ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর ও কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।

সাবেক মেয়র মিজানুর রহমান বলেন, বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্য এবং প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে আমাদের পূর্বনির্ধারিত কর্মসূচিতে সংসদ সদস্যের সমর্থকরা হামলা করে। এতে সংঘর্ষ শুরু হয়।

হাইওয়ে কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্যাহ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। বেলা ১২টার দিকে মহাসড়কে যানচলাচল শুরু হয়েছে।

ইত্তেফাক/এবি/পিও