হজযাত্রীদের প্রশিক্ষণ ও উপহার সামগ্রী দিয়েছে সুনামগঞ্জ পৌরসভা।
মঙ্গলবার (৩০ মে) বিকেলে পৌরসভার হলরুমে প্রশিক্ষণ শেষে ৩০ জন হজযাত্রীর হাতে উপহার সামগ্রী তুলে দেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।
সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর শহরের জামতলা জামে মসজিদের ইমাম ও খতিব সাইকুল হাদিস মাওলানা সাজিদুর রহমান। এসময় তিনি বলেন, পৌর মেয়র নাদের বখত মহোদয় একটি ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসেন, সোশ্যাল ডেভেলপমেন্ট অফিসার নিজাম উদ্দিন প্রমুখ।