শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কুবিতে 'গ্লোবাল সাপ্লাই চেইন' বিষয়ক সেমিনার

আপডেট : ০৭ জুন ২০২৩, ২০:৩২

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষকদের অংশগ্রহণে 'চেঞ্জিং ল্যান্ডস্কেপ অব গ্লোবাল সাপ্লাই চেইন- হোয়াট টু টিচ এন্ড হোয়াট টু রিসার্চ' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জুন) সকাল সাড়ে ১১টায় অ্যাকাডেমিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার আরএমআইটি বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং, ইনফরমেশন সিস্টেমস এন্ড সাপ্লাই চেইন বিভাগের অধ্যাপক শামস রহমান। এতে সভাপতিত্ব করেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার । 

সেমিনারে প্রধান বক্তা অধ্যাপক শামস রহমান বৈশ্বিক সাপ্লাই চেইন এর পরিবর্তন এবং এর ঝুঁকি মোকাবেলায় করণীয় বিষয়ে আলোকপাত করেন। আলোচনা শেষে উপস্থিত শিক্ষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, 'গ্লোবাল সাপ্লাই চেইন খুব আলোচিত বিষয়। আজকের সেশন থেকে গ্লোবাল সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এবং এর বৈশ্বিক পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল হতে পারবো। এ বিষয়ে উন্নত মানের গবেষণা করারও সুযোগ রয়েছে।' এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এআই