শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৫ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

খুনের পর লিভ-ইন পার্টনারকে টুকরো করলেন 'প্রেমিক'

আপডেট : ০৮ জুন ২০২৩, ১২:২৮

মুম্বাইয়ের এক ব্যক্তিকে লিভ-ইন পার্টনারকে হত্যার দায়ে বুধবার গ্রেপ্তার করেছে পুলিশ। ৫৬ বছর বয়সী ওই ব্যক্তির নাম মনোজ সাহানি। খবর এনডিটিভি। 

প্রতিবেদনে বলা হয়, মনোজ তার লিভ-ইন পার্টনারকে হত্যা করার পর দেহ টুকরো টুকরো করে। তিনি গত তিন বছর ধরে মীরা রোড এলাকায় আকাশগঙ্গা বিল্ডিংয়ের ভাড়া ফ্ল্যাটে সরস্বতী বৈদ্যের সঙ্গে থাকতেন।

বুধবার, নয়ানগর থানায় ওই দম্পতির ফ্ল্যাট থেকে দুর্গন্ধ ছড়ানোর অভিযোগ করে বিল্ডিংয়ের বাসিন্দাদের কাছ থেকে একটি ফোন আসে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ঐ নারীকে নৃশংসভাবে খুন করা হয়েছে।

মুম্বাইয়ের ডেপুটি কমিশনার অফ পুলিশ (ডিসিপি) জয়ন্ত বাজবেলে বলেন, ‘পুলিশ মিরা রোড এলাকার একটি সোসাইটি থেকে টুকরো টুকরো করা এক নারীর মৃতদেহ পেয়েছে। এখানে এক দম্পতি লিভ-ইন রিলেশনশিপে বসবাস করছিলেন। প্রাথমিক তদন্তে জানা গেছে নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আরও তদন্ত চলছে।’

ইত্তেফাক/এফএস