সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বাগদান সারলেন পেসার হাসান মাহমুদ

আপডেট : ০৮ জুন ২০২৩, ১৭:৪৩

বাংলাদেশের বোলিং ইউনিটের অন্যতম ভরসার নাম পেসার হাসান মাহমুদ। আফগানিস্তান সিরিজকে সামনে রেখে দলের সঙ্গে অনুশীলন করছেন লক্ষ্মীপুরের এই পেসার। এরই মাঝে বাগদান সেরেছেন হাসান। ছেলের অনুশীলন দেখতে মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে হাজির হন হাসানের বাবা। 

হাসানের দুই ভাগ্নেকে নিয়ে স্টেডিয়ামে আসেন হাসানের বাবা। এসময় দুই টাইগার পেসার তাসকিন আহমেদ-এবাদত হোসেনদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়ে খুশির সংবাদ জানান হাসানের বাবা।

বুধবার (৭ জুন) ছেলের বাগদান অনুষ্ঠিত হয়েছে বলে নিশ্চিত করেন হাসানের বাবা। এদিকে ছেলের বিয়ে নিয়ে তার বড় ইচ্ছের কথাও শুনিয়েছেন। আসন্ন ওয়ানডে বিশ্বকাপের আগেই ছোট পরিসরে বিয়ে করবেন হাসান মাহমুদ। এরপর ওয়ানডে বিশ্বকাপের পর হাসানের বিয়ের আনুষ্ঠানিকতা হবে বলে জানান তার বাবা।  

 

  

 

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন