২০২১ সালে বার্সেলোনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে পিএসজিতে পাড়ি জমান লিওনেল মেসি। ফরাসি ক্লাবে ছিলেন দুই বছর। তবে পিএসজি অধ্যায় সুখকর ছিল না মেসির। এমনকি পিএসজির শেষ ম্যাচে শুনতে হয়ে দুয়ো। পিএসজি অধ্যায় নিয়ে কথা বলেছেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার।
স্প্যানিশ সংবাদমাধ্যম এল মুন্দো ও মুন্দো দেপোর্তিভোকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, ‘ব্যক্তিগতভাবে পিএসজিতে খুবই অসন্তুষ্ট ছিলাম। উপভোগ করিনি। শুধু বিশ্বকাপ জেতার মাসটা অসাধারণ কেটেছে, এ ছাড়া বাকি সময়টা আমার জন্য কঠিন ছিল। আমি নতুন করে সুখটা খুঁজতে চাই, পরিবার সন্তানদের নিয়ে উপভোগ করতে চাই।’
পিএসজিতে টানা দুই মৌসুমে লিগ শিরোপা জিতেছেন মেসি। তবে চ্যাম্পিয়নস লিগ দল হিসেবে ব্যর্থ ছিল পিএসজি। সেইসঙ্গে ব্যর্থ ছিলেন মেসিও। আর তাই ভক্তদের চক্ষুশূলে পরিণত হয়েছিলেন এই আর্জেন্টাইন তারকা।