শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ৮ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

কারণ লোডশেডিং: ওয়াসার পাঁচ জোনে পানি সংকট

পানি অপচয় না করার পরামর্শ এমডির

আপডেট : ০৯ জুন ২০২৩, ০২:৫৪

লোডশেডিংয়ের কারণে রাজধানীতে ঢাকা ওয়াসার ১০টি মডস জোনের মধ্যে পাঁচটি জোনেই পানি সরবরাহের সংকট হচ্ছে বলে জানিয়েছেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান। এই সংকট কাটাতে মানুষকে পানি অপচয় না করার পরামর্শ দিয়েছেন তিনি। 

গতকাল বৃহস্পতিবার দুপুরে কাওরান বাজারে ওয়াসা ভবনে চলমান পানিসংকট নিয়ে কয়েকটি গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক এ কে এম শহীদ উদ্দিন, উপপ্রধান জনতথ্য কর্মকর্তা এ এম মোস্তফা তারেক প্রমুখ। 

তাকসিম এ খান বলেন, আমাদের ১০টি মডস জোনের মধ্যে পাঁচটিতে পানি সরবরাহ ঠিক আছে। বাকি পাঁচটি জোনে সমস্যা হচ্ছে। লোডশেডিংয়ের কারণে আমরা ঠিকমতো পাম্প চালাতে পারছি না। ফলে ডিপ টিউবওয়েল থেকে পানি উত্তোলন করা সম্ভব হচ্ছে না। এর মধ্যে বসুন্ধরা এলাকার পানি সমস্যা আগামীকালের মধ্যে সমাধান হয়ে যাবে। আমরা সেখানে তড়িৎ পদক্ষেপ নিয়েছি। যেসব এলাকায় সংকট দেখা দিচ্ছে, আমরা দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। 

পানিসংকট কাটাতে ঢাকাবাসীকে পানি অপচয় না করার পরামর্শ দিয়ে ওয়াসা এমডি বলেন, যেহেতু একটা সংকট চলছে। এটা কাটিয়ে উঠতে আমরা চেষ্টা করছি। আমরা নগরবাসীকে অনুরোধ করব আপনারা বালতিতে পানি নিয়ে মগ দিয়ে ব্যবহার করুন। এতে পানির অপচয় কম হবে। যতটুকু প্রয়োজন, ঠিক ততটুকুই ব্যবহার করবেন। 

তিনি বলেন, গরমের কারণে লাইনে যদি গরম পানি বের হয়, তাহলে সেই পানিটা না ফেলে ব্যবহার করবেন। তাহলে আমাদের সংকট অনেকটাই কেটে যাবে। এছাড়া যদি সংকট বেড়ে যায়, প্রয়োজনে রেশনিংয়ের মাধ্যমে কোনো এলাকায় আট ঘণ্টা পানি বন্ধ করে, অন্য এলাকায় দেওয়া হবে। সবাই যাতে পানি পায়, আমরা সেটার জন্য ব্যবস্থা নিচ্ছি। আমাদের সেই পরিকল্পনাও আছে। তাকসিম এ খান আরো বলেন, যেসব এলাকায় পানির সমস্যা হচ্ছে, সেখানে ওয়াসার পানির গাড়ির মাধ্যমে পানি সরবরাহ করা হচ্ছে। ওয়াসার ৪৮টি পানির এ গাড়ি কাজ করছে। অলিগলিতে ১৭টি ট্রলি গাড়ির মাধ্যমে পানি সরবরাহ করা হচ্ছে। তবে লোডশেডিং বলেন বা বিদ্যুৎ বিভ্রাট যেটাই বলেন, পানির গাড়িতেও পানি ভরতে সমস্যা হচ্ছে।

ইত্তেফাক/এমএএম