বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর মধ্যে এখন বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান তৃতীয়। শুক্রবার (৯ জুন) সকালে সর্বশেষ এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার) থেকে এ তথ্য জানা গেছে।
গতকাল বৃহস্পতিবার ঢাকায় গুড়ি গুড়ি বৃষ্টি হলেও বায়ুমানের কোন উন্নতি হয়নি। রাজধানীতে বায়ুমানের স্কোর উঠেছে ১৫২, অর্থাৎ ‘অস্বাস্থ্যকর’।
দূষণে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, স্কোর ২৩৭। এছাড়া দ্বিতীয় স্থানে আছে ইসরায়েলের রাজধানী তেল আবিব, স্কোর ১৫৬।
স্কোর ১০১ থেকে ২০০ হলে ‘অস্বাস্থ্যকর' ধরা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে একিউআই স্কোর ‘খারাপ' এবং ৩০১ থেকে ৪০০ এর স্কোর ‘ঝুঁকিপূর্ণ' বলে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।
ঢাকা দীর্ঘদিন ধরে বায়ূদূষণে ভুগছে। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে পড়ে এবং বর্ষাকালে কিছুটা উন্নতি হয়।