রোববার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বেকহামের ইন্টার মায়ামিতে মেসি

আপডেট : ০৯ জুন ২০২৩, ১৫:১২

আনুষ্ঠানিকভাবে চুক্তির ঘোষণাটা এখনো আসেনি। তবে সেই ঘোষণাটা আসার আগেই সত্যটা জেনে গেছে পুরো ফুটবল দুনিয়া। সৌদি আরবের আল হিলাল বা সাবেক ক্লাব বার্সেলোনায় ফেরা নয়, বরং এই দুই ক্লাবকে হতাশ করে লিওনেল মেসি নতুন ঠিকানা হিসেবে বেছে নিয়েছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) দল ইন্টার মায়ামিকে। আগামী ৩০ জুন পর্যন্ত পিএসজির সঙ্গে চুক্তি আছে তার। এর পর দিন থেকেই মানে ১ জুলাই থেকেই মেসি হয়ে যাবেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড বেকহামের ইন্টার মায়ামির।

গত পরশু স্পেনের দুই পত্রিকা ‘এল মুন্দো’ ও ‘মুন্দো দেপোর্তিভো’কে দেওয়া সাক্ষাত্কারে মেসি নিজেই সারা দুনিয়াকে জানিয়ে দেন ইন্টার মায়ামিতে যাওয়ার কথা। সাক্ষাত্কারে তিনি বলেন, ‘বার্সেলোনাকে এটা জানিয়ে দিয়েছি যে, আমি ইন্টার মায়ামিতে যাচ্ছি।’ তিনি এটাও বলেন, ‘চুক্তি সম্পাদনের কাজ এখনো পুরো শেষ হয়নি। শেষ ভাগের কিছু কাজ বাকি আছে।’ বাকি থাকা সেসব কাজ যে শুধুই চুক্তির আনুষ্ঠানিকতা সারার সহায়ক কর্ম, সেটি স্পষ্টই।

যেহেতু চুক্তি এখনো আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়নি, কাজেই বেকহামের ক্লাবে তার বার্ষিক বেতন হবে কত, চুক্তির মেয়াদটাই কত হবে বছর—এসব কিছুই নিশ্চিত করে জানা যায়নি। তবে বিশ্ব গণমাধ্যমে মেসির বেতন, চুক্তির মেয়াদ নিয়ে জল্পনা-কল্পনা থেমে নেই। মেসির দেশ আর্জেন্টিনারই জনপ্রিয় পত্রিকা ‘টিওয়াইসি স্পোর্টস’ যেমন দাবি করেছে, ইন্টার মায়ামির সঙ্গে মেসির চুক্তিটা হবে তিন বছরের। তবে চুক্তিতে বিশেষ একটা শর্ত জুড়ে দেওয়া থাকবে যে, মেসি চাইলে দুই মৌসুম পরই চলে যেতে পারবেন। আর তিন মৌসুম পর যদি চুক্তির মেয়াদ বৃদ্ধি করতে চায়, তা হবে দুই পক্ষের সম্মতির ভিত্তিতে।

স্পেনের পত্রপত্রিকাগুলোতে আবার ভিন্ন ভিন্ন অভিমত পাওয়া গেছে। ‘স্পোর্ত’ যেমন মেসিকে চার বছরের চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে। স্পেনেরই ‘রেলেভো’র দাবি, চুক্তিটা হবে দুই বছরের। দুই, তিন, চার-মেয়াদ যাই হোক, আগামী মৌসুমে মেসি ইন্টার মায়ামির জার্সি গায়ে এমএলএসে খেলবেন, এটাই সত্যি। স্পেনের গণমাধ্যমগুলোর দাবি অনুযায়ী, বেকহামের দলে মেসির বার্ষিক বেতন হবে ৫৪ মিলিয়ন মার্কিন ডলার। তবে বেতন বা পারিশ্রমিক যাই হোক, যুক্তরাষ্ট্রে গিয়ে মেসির আয়-রোজগার ভালোই হবে। বলতে পারেন, আয়-রোজগারের নতুন নতুন পথ খুলেই ইন্টার মায়ামিতে নাম লেখানোর সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। ক্লাবের বেতনের বাইরেও যেমন মেসি অ্যাডিডাস ও অ্যাপল-এর লাভের অংশ পাবেন।

জার্মানি ভিত্তিক বিশ্বখ্যাত ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক কোম্পানি অ্যাডিডাস এমএলএসের স্পন্সর। আর অ্যাপল কিনে নিয়েছে এমএলএসের সম্প্রচার স্বত্ব। এমএলএসের ম্যাচগুলো দেখায় অ্যাপল টিভি প্লাস। জানা গেছে, মূলত অ্যাডিডাস ও অ্যাপল মেসিকে ইন্টার মায়ামিতে নিতে বড় ভূমিকা রেখেছে। এই দুটি কোম্পানিই এমএলএস থেকে নিজেদের প্রাপ্ত লভ্যাংশের একটা অংশ মেসিকে দেবে। ইন্টার মায়ামির সঙ্গে চুক্তির শর্তেই আয়ের এই উত্সগুলো জুড়ে দেওয়া থাকবে। মানে অ্যাডিডাস ও অ্যাপলের কাছ থেকে লভ্যাংশের অংশ প্রাপ্তিটা মেসির চুক্তিরই অংশ।

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন