মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১৮ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ব্রাহ্মণবাড়িয়া ছাত্রদলের কমিটি নিয়ে বিক্ষোভ, নেতাদের বাড়িতে হামলা

আপডেট : ১০ জুন ২০২৩, ০৯:৫২

ত্যাগীদের বঞ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে তিন নেতার বাড়িতে হামলা করেছে বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

কান্দিপাড়ায় জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির আহ্বায়ক শাহীনুর ইসলাম শাহীন ও কৃষকদলের যুগ্ম আহ্বায়ক কাউসার কাউন্সিলরের  বাসভবনে শুক্রবার (১০ জুন) বিকেলে এ হামলার ঘটনা ঘটে। 

এর আগে শহরের কান্দিপাড়ায় জেলা কৃষক দলের আহ্বায়ক আবু শামীম মো. আরিফের (ভিপি শামীম) বাড়িতেও হামলা করে পদবঞ্চিত নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (৯ জুন) মধ্যরাতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা ছাত্রদলের সাত সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে শাহীনুর রহমান শাহিনকে আহ্বায়ক ও সমীর চক্রবর্তীকে সদস্য সচিব করা হয়। কমিটির ঘোষণার পর থেকেই শহরের পদবিঞ্চত নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এর জেরে শুক্রবার বিকেলে জেলা ছাত্রদলের বিদায়ী কমিটির আহ্বায়ক রুবেল চৌধুরী ফোজায়েল, সদস্য সচিব মহসিন মিয়া ও যুগ্ম আহ্বায়ক সাজিদুর রহমানের নেতৃত্বে জেলা শহরের টিএ রোড ও পাওয়ার হাউস রোডে বিক্ষোভ শেষে দেশীয় অস্ত্র নিয়ে লাটিশোটা নিয়ে নেতাকর্মীরা ওই নেতাদের বাড়িতে হামলা চালায়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন বলেন, কান্দিপাড়ার বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বাড়িতে হামলার বিষয়ে জানতে পেরেছি। এগুলো তাদের রাজনৈতিক অভ্যন্তরীণ ব্যাপার। এসব বিষয়ে তারা আমাদের সহযোগিতা চায়নি।

ইত্তেফাক/আরএজে