মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

খুনের পর প্রেমিকাকে ট্যাঙ্কে লুকিয়ে রাখলেন 'প্রেমিক'

আপডেট : ১০ জুন ২০২৩, ১৩:০২

ভারতে এক ব্যক্তি তার প্রেমিকাকে হত্যার পর সেই মৃতদেহ নির্মাণাধীন বাড়ির একটি ট্যাঙ্কে লুকিয়ে রাখে। অরবিন্দ নামের ওই ব্যক্তির বিরুদ্ধে শুক্রবার পুলিশ এ অভিযোগ আনে। মৃত নারীর নাম রাজ কেসর(৩৫)। খবর এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার যমুনাপার করছনা থানার অধীন মহেওয়া এলাকায় অরবিন্দের বাড়ি কেসরের মৃতদেহ উদ্ধার করা হয়। 

স্টেশন হাউস অফিসার (এসএইচও) বিশ্বজিৎ সিং জানায়, অরবিন্দ প্রায় পনেরো দিন আগে কেসারকে হত্যা করে এবং মৃতদেহ তার বাড়ির একটি ট্যাঙ্কে লুকিয়ে রাখে।

৩০ মে কেশরের পরিবার সে নিখোঁজ বলে জানায়। কেসরের ফোন কলের বিবরণের ভিত্তিতে, অরবিন্দকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তার নির্দেশে লাশ উদ্ধার করা হয়েছে বলে জানান এসএইচও।

লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানান তিনি।

ইত্তেফাক/এফএস