নাটোর সদর হাসপাতালে চুরি হওয়া নবজাতক অবশেষে কুষ্টিয়ায় উদ্ধার হয়েছে। শনিবার (১০ জুন) সকাল ৮টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের খাজানগর এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় পুলিশ দুই নারীকে গ্রেপ্তার করে।
জানা যায়, নাটোরের মহিষডাঙ্গা গ্রামের মাহফুজুর রহমানের স্ত্রী হাসনাহেনা বৃহস্পতিবার নাটোর সদর হাসপাতালে এক মেয়ে সন্তানের জন্ম দেন। শুক্রবার দুপুর ১২টার দিকে ডাক্তার দেখানোর কথা বলে নার্স পরিচয়ে এক নারী শিশুটিকে তার দাদির কাছ থেকে নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও স্বজনরা ওই নার্স ও শিশুটির কোনো খোঁজ পায়নি। পরে হাসপাতালের সিসিটিভির ফুটেজে দেখা যায়, অটোরিকশায় করে ওই নারী শিশুটিকে নিয়ে দ্রুত চলে যান।
খবর পেয়ে নাটোর জেলা পুলিশের একাধিক দল সিসিটিভির ফুটেজ যাচাই করে চুরি যাওয়া শিশুটিকে উদ্ধারে অভিযানে মাঠে নামে। পরে গোপন তথ্যের ভিত্তিতে কুষ্টিয়ার খাজানগর এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া নবজাতকসহ মূল আসামি কাজলী খাতুন ও দুই নারীকে গ্রেপ্তার করে।
শিশুটির বাবা মাহফুজুর রহমান বলেন, ঘটনার পর পুলিশের সাঁড়াশি অভিযানে মেয়েকে ফিরে পেয়ে আমি সন্তুষ্ট।
কুষ্টিয়া মডেল থানার ওসি জহুরুল ইসলাম বলেন, নাটোরে চুরি হওয়া শিশুটিকে উদ্ধারে জেলা পুলিশের একাধিক দল কাজ করেছে। এই অভিযানে কুষ্টিয়া পুলিশ সার্বিক সহযোগিতা করেছে।