শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ২৩ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

চুয়াডাঙ্গা সীমান্ত থেকে ১১ সোনার বারসহ আটক ১

আপডেট : ২৪ জুন ২০২৩, ১৭:১৮

চুয়াডাঙ্গায় দর্শনা সুলতানপুর সীমান্তবর্তী এলাকা থেকে ১১ সোনারবারসহ একজনকে আটক করেছে টহলদল স্থানীয় বিজিবি। শনিবার (২৪ জুন) সকাল ১১টার দিকে তাকে আটক করা হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল ১১টার দিকে বিজিবি ঝাঝাডাঙা গ্রামের রাস্তায় টহল দেয়। এ সময় বিজিবি দেখে একজন ব্যক্তি পার্শ্বরাস্তা দিয়ে সীমান্তের দিকে দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি তাকে আটক করে। পরে তার দেহতল্লাশি করে ১১ সোনার বার ও একটি মোবাইলসহ দর্শনা থানার পারকৃষ্ণপুর গ্রামের শুকুর আলির ছেলে তরিকুল আলম (৩০)কে আটক করে। 

বিজিবির টহল কমান্ডার রবিউল ইসলাম জানান, আটক সোনার বারের বাজার মূল্য প্রায় ৭০ লাখ টাকা।

চুয়াডাঙ্গা বিজিবির-৬ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, মামলার পর আটক আসামিকে দর্শনা থানায় ও উদ্ধারকৃত সোনা জেলা ট্রেজারিতে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/পিও