বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে পানিবন্দী সিলেটের লাখ লাখ মানুষ

আপডেট : ০৩ জুলাই ২০২৩, ২১:০৮

টানা ছয় দিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে সিলেট ও সুনামগঞ্জ জেলার ৯ উপজেলা। এতে সিলেটের কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, কানাইঘাট এবং সুনামগঞ্জ সদর, ছাতক, দোয়ারাবাজার ও তাহিরপুর উপজেলার কয়েক লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। অনেক স্থানে রাস্তা ডুবে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন পানিবন্দী মানুষেরা। 

স্থানীয়রা বলেন, গত বছরের ভয়াবহ বন্যার সময় বৃষ্টি ও ঢলের আতঙ্ক তাদের এখনো তাড়া করছে। 

এদিকে, সিলেটের প্রধান নদী সুরমা-কুশিয়ারাসহ বিভিন্ন নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ভারতের বরাক নদী দিয়ে আসা ঢলে সীমান্ত উপজেলা কানাইঘাটে সুরমার পানি আরও বেড়েছে।

তবে কানাইঘাটে সুরমা বিপৎসীমার দশমিক ৮৫ সেন্টিমিটার, সিলেটে দশমিক ৬২ সেন্টিমিটার, নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় কানাইঘটে ৭৮ মিলিমিটার ও সিলেটে ৩১৫ মিলিমিটার, সুনামগঞ্জে ১৭০ মিলিমিটার, ছাতকে ২১৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়। 

সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, পানিবন্দীদের উদ্ধারের জন্য সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। বন্যা মোকাবিলায় ৪৪৯ মেট্রিক টন চাল, ২২ লাখ টাকা ও দুই হাজার কেজি শুকনা খাবার মজুত রাখা হয়েছে।

ইত্তেফাক/এবি/পিও