শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১৬ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

পাপনের আজ মন ভালো নেই

আপডেট : ০৯ জুলাই ২০২৩, ১৯:৩২

বর্তমানে বাংলাদেশে চলছে তিনটি সিরিজ। চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে খেলছে বাংলাদেশ পুরুষ দল। ঢাকায় ভারতের বাংলাদেশ বিপক্ষে নারী ক্রিকেট দল। আর খুলনায় বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দলের খেলা চলছে। তবে সব জায়গাতেই হারের বৃত্তে বাংলাদেশ। আর তাই মন খারাপ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের।

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ খুইয়েছে বাংলাদেশ পুরুষ দল। দ্বিতীয় ওয়ানডেতে ১৪২ রানের বড় ব্যবধানে হেরেছে টাইগাররা। আর তাই এখন চোখ রাঙাচ্ছে হোয়াইটওয়াশের। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার কাছে ১০ রানে হেরে সিরিজ শুরু করেছে বাংলাদেশের যুবারা।

রোববার (৯ জুলাই) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামে বাংলাদেশের মেয়েরা। ভারতের কাছে ৭ উইকেটে হেরে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। এই ম্যাচে মাঠে বসে উপভোগ করেছেন পাপন। 

ম্যাচ শেষে গণমাধ্যমকে বিসিবি বস বলেন, 'হারের কারণে মন খারাপ কিনা? মন তো খারাপ হবেই। এটা সবারই। সারা দেশের মানুষেরই মন খারাপ। মেয়েদের খেলায় আমি একেবারে হতাশ না।' 

নারী দলকে নিয়ে তিনি আরও বলেন, ‘আজকে প্রথম তো (মিরপুরে মেয়েদের ম্যাচ)। ওদের সঙ্গে যখন আমাদের দেখা হয়েছিল, ওরা বলেছিল মিরপুরে আমাদের হোম অব ক্রিকেটে কোনো ম্যাচ খেলেনি। ওদের একটা খুব শখ ছিল। আমি বলেছি ঠিক আছে, পরের বারই হবে। ভারত নারী দল অনেক শক্তিশালী। সেরা তিন দলের একটি আমার ধারণা। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড অনেক শক্তিশালী। তারপরও ভালো খেলেছে, ভালো খেলবে ইনশাআল্লাহ। আমরা তো ওই পরিমাণ সুযোগ-সুবিধা ওদের দিতে পারি না। ওরা যেরকম পায়। ওদের সম্ভাবনা খুবই ভালো।'

 
 
 

ইত্তেফাক/জেডএইচ