৬৫ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় তিনটি ফিশিং বোটসহ ২৮ জেলেকে আটক করা হয়েছে। শুক্রবার ( ১৪ জুলাই) রাতে বঙ্গোপসাগরের মোহনায় পটুয়াখালীর নিজামপুর এলাকার থেকে তাদের আটক কর কোস্ট গার্ডের সদস্যরা।
কোস্ট গার্ডের কন্টিজেন্ট কমান্ডার এম মতিয়ার রহমান জানান, শুক্রবার রাতে অভিযান চালিয়ে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে তিনটি ফিশিং বোট থেকে তাকে ২৮ জেলেকে আটক করা হয়। এ অভিযান থেকে ৩৬০ কেজি সামুদ্রিক মাছ ১৫ লাখ মিটার সুতার জাল জব্দ করে।
পরে সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা ও মেরিন ফিশারী অফিসার আশিকুর রহমানের নির্দেশে জব্দ করা মাছ নিলামে ৪৫ হাজার টাকায় বিক্রি করা হয় বলে জানান তিনি।