বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

বাসায় না থেকে ভোট কেন্দ্রে আসুন: ভোট দিয়ে বললেন জাপার প্রার্থী

আপডেট : ১৭ জুলাই ২০২৩, ১১:২০

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী সিকদার আনিসুর রহমান বলেছেন, নির্বাচনের পরিবেশ ভালো, প্রস্তুতিও ভালো। তবে ভোটার উপস্থিতি একটু ধীর হচ্ছে। বাসায় না থেকে ভোট কেন্দ্রে আসুন। যদি সবাই লাঙ্গলের পক্ষে ভোট দিতে আসেন, তাহলে বিজয়ী হবো ইনশাল্লাহ।

রোববার (১৭ জুলাই) সকাল ৯টার দিকে ঢাকা সেনানিবাসের শিশু মঙ্গল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, এর আগেও জনগণকে আহ্বান করেছি আজও বলবো, অবশ্যই আপনাদের ভোটাধিকারটি প্রয়োগ করুন। আপনারা যদি সত্যিকারের পরিবর্তন চান তাহলে ভোট দিন। আপনাদের একটি ভোটেই হয়তো আমাকে ব্যবধান তৈরি করে দিতে পারবে।

লাঙ্গল প্রতীকের প্রার্থী সিকদার আনিসুর রহমান আরও বলেন, প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ স্যারের স্মৃতি, ঢাকা-১৭ আসনের জন্য তার ভালো কাজ- এগুলো এখনও মানুষের মনে আছে। আমরা ডোর টু ডোর মানুষের কাছে গিয়েছি। মানুষের সঙ্গে চোখে চোখে তাকিয়ে কথা বলেছি। আমরা তাদের সাড়া পেয়েছি।

ইত্তেফাক/এসকে
 
unib