শুক্রবার, ২০ জুন ২০২৫, ৫ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে বন্দরে বিদেশি জাহাজ

আপডেট : ১৯ জুলাই ২০২৩, ১৫:৫৪

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের ৩৭ হাজার ৮৩৭ মেট্রিক টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়েছে ‘এমভি দারিয়া মায়া’ নামের একটি মাদার ভ্যাসেল। পায়রা বন্দরের উপ-পরিচালক আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে জাহাজটি বন্দরের আউটারেজে এসে পৌঁছায়।

পায়রা বন্দরের উপ-পরিচালক আজিজুর রহমান বলেন, সপ্তাহখানেক আগে ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে এ জাহাজটি ছেড়ে আসে। বুধবার সকালে এ জাহাজটি বন্দরের ইনার এ্যাংকোরেজে নিয়ে আসা হয়। বর্তমানে চলছে লাইটারের মাধ্যমে কয়লা খালাস কার্যক্রম। রাতে ইনার এ্যাংকোরেজে থেকে তাপ বিদ্যুৎকেন্দ্রের জেটিতে নিয়ে যাওয়া হবে।

উল্লেখ্য, বন্ধ তাপ বিদ্যুৎকেন্দ্র চালু হওয়ার পর কয়লা নিয়ে আসা এটি সপ্তম জাহাজ। তাপ বিদ্যুৎকেন্দ্র চালু হওয়ার পর মোট ৭টি জাহাজে প্রায় ২ লাখ ৫৫ হাজার ৮৩৭ মেট্রিক টন কয়লা আসে।

ইত্তেফাক/এবি