আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আইকন প্লেয়ার ফরচুন বরিশালের হয়ে খেলবেন তামিম। বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ককে দলের ভেড়ানোর খবর আগেই জানিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। শুধু তাই নয় বরিশালকে নেতৃত্বও দেবেন তামিম।
রোববার (২৩ জুলাই) ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তামিমকে অধিনায়ক করার বিষয়টি নিশ্চিত করেছে ফরচুন বরিশাল। পোস্টে ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, ক্যাপ্টেন খান। তামিম এখন বরিশালের ক্যাপ্টেন।
বিপিএলে সর্বশেষ দুই মৌসুমে ফরচুন বরিশালের আইকন এবং অধিনায়ক হিসেবে খেলেছিলেন সাকিব আল হাসান। তার নেতৃত্বে ২০২২ বিপিএলের ফাইনালেও খেলে দলটি। তবে শিরোপা জিততে ব্যর্থ হয়। তবে আসন্ন মৌসুমে বরিশালের হয়ে খেলবেন না সাকিব। আর তাই তার জায়গায় আইকন হিসেবে দলে তামিমকে বেছে নিয়েছে দলটি।