প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক যুগ পর রংপুরে মহাসমাবেশ করেছেন। মহাসমাবেশটিতে যোগ দিতে রংপুর জেলার দলীয় নেতা-কর্মীরা বিপুলভাবে সেখানে উপস্থিত হন। প্রধানমন্ত্রীর আগমনে তারা সেখানে আনন্দ মিছিল করেন।
এ সময় প্রধানমনন্ত্রী শেখ হাসিনাকে এক নজর দেখতে ৯৬ বছর বয়সী ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মজিবুর রহমান হুইল চেয়ারে করে সভামঞ্চে উপস্থিত হন। বঙ্গবন্ধুকন্যা এ সময় মজিবুর দিকে এগিয়ে আসেন। আন্তরিকতার সাথে মজিবুরের শারীরিক খোঁজ-খবর নেন।
শেখ হাসিনার স্বভাবসুলভ এমন আন্তরিকতায় মুগ্ধ হন মজিবুর। প্রধানমন্ত্রীর এমন সৌজন্যতায় আপ্লুত হয়ে তিনি বঙ্গবন্ধুকন্যাকে মন খুলে আশির্বাদ করেন। উপস্থিত সভামঞ্চে মজিবুর প্রধানমন্ত্রীর কাছ থেকে রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ ‘একুশে পদক’ গ্রহণ করেন।
এর আগে দুপুর সাড়ে ১২টায় রওনা হয়ে শেখ হাসিনা তেজগাঁও থেকে হেলিক্যাপ্টার যোগে দুপুর ২টায় রংপুরে পৌঁঁছান। সেখান থেকে ২টা ১৫ মিনিটে রংপুর সার্কিট হাউসে পৌঁছান। এরপর বিকাল তিনটায় সমাবেশে উপস্থিত হয়ে নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য দেন। সমাবেশ শেষ হয় বিকেল ৫টায়।
সমাবেশে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চে আরও উপস্থিত ছিলেন দলটির প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ।