বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি) ক্যাম্পাসে তরুণদের দক্ষতা বৃদ্ধির জন্য 'বিইউপি ক্যারিয়ার এজ ২০২৩' অনুষ্ঠিত হয়েছে।
গেল মাসের মাঝামাঝি সময়ে তিনদিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয়। তরুণদের জন্য যুগোপযোগী জ্ঞান, বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজনীয় সক্ষমতা এবং ক্যারিয়ার গঠনে দক্ষতা অর্জনের গুরুত্ব সম্বন্ধে শিক্ষার্থীদের সচেতন করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আয়োজনটি উন্মুক্ত ছিল। এতে অংশ নেন ২০টি বিশ্ববিদ্যালয়ের প্রায় আড়াই শ' শিক্ষার্থী।
জনপ্রিয় স্কিল ডেভেলপমেন্ট ইন্সট্রাক্টরদের দ্বারা পরিচালিত মাস্টারক্লাস করার সুযোগ পায় অংশগ্রহণকারীরা। মাস্টারক্লাসগুলো পরিচালনা করেন ইভেন্টটির লার্নিং পার্টনার –আমার ইস্কুল, ইন্টারেক্টিভ কেয়ার্স, ক্রিয়েটিভ আইটি এর মত প্রসিদ্ধ এডুটেক প্রতিষ্ঠানের শিক্ষকেরা।
কন্টেন্ট, ক্রিয়েটিভ ও ডেটা এনালিটিকস- এই তিনভাগে বিভক্ত ছিল পুরো ইভেন্ট। এছাড়াও শিক্ষার্থীদের প্রয়োজনীয় ক্যারিয়ার দিকনির্দেশনা নিয়ে অনুষ্ঠিত হয় বিভিন্ন সেমিনার। কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট ইন ওয়ার্কপ্লেস সহ বিভিন্ন বিষয় এতে অন্তর্ভুক্ত ছিল। সেমিনারগুলোতে বক্তব্য দেন মীর্জা সালমান হোসেন বেগ এবং জিপি একাডেমির আনজুম রাসনা হাসান। এছাড়াও জনপ্রিয় শিক্ষক-সেলেব্রিটি সাদমান সাদিকও সেশন পরিচালনা করেন।
বিভিন্ন বান্ডেলে শিক্ষার্থীরা পুরস্কারও পেয়েছেন। কন্টেন্ট বান্ডেলে চ্যাম্পিয়ন হয়েছেন সুদীপ্ত ভৌমিক এবং রানারআপ জারিন তাসনিম। ক্রিয়েটিভ বান্ডেলে চ্যাম্পিয়ন ও রানারআপ সাজ্জাদুর রহমান ও ইশরাক রহমান। এছাড়া ডেটা অ্যানালিটিক্সে চ্যাম্পিয়ন তাহারাত আমিন ও রানারআপ হয়েছেন নুরে আলম সাকিব।
আয়োজনে টাইটেল স্পন্সর ছিল এইচবিডি সার্ভিসেস। কো-স্পন্সর ছিল আইএফআইসি ব্যাংক পিএলসি। মিডিয়া পার্টনার ছিল ইত্তেফাক প্রজন্ম।