প্রেম ও নিসর্গের কবি মহাদেব সাহার আশিতম জন্মদিন আজ। ১৯৪৪ সালের আজকের দিনে সিরাজগঞ্জ জেলার ধানঘড়া গ্রামে জন্মগ্রহণ করেন আধুনিক বাংলা কবিতার অন্যতম প্রধান এই কবি। লেখালেখির শুরু হয় কৈশোরে। ১৯৭২ সালে প্রকাশ পায় প্রথম কাব্যগ্রন্থ ‘এই গৃহ এই সন্ন্যাস’।
তারপর একের পর এক লিখে চলছেন ক্লান্তিহীন। এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থসংখ্যা প্রায় দেড়শত। প্রকাশ পেয়েছে সাতখণ্ডে কাব্যসমগ্র। সমাজ, প্রেম, প্রকৃতি, মানুষ হয়ে ওঠেছে তার কবিতার মৌল উপাদান। কবিতার মতোই লাবণ্যময় তার গদ্য। তিনখণ্ডে প্রকাশ পেয়েছে গদ্যসমগ্র। বের হয়েছে ‘কিশোর কবিতা সম্ভার’।
কবিতার জন্য ১৯৮৩ সালে পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার। ২০০১ সালে লাভ করেন একুশে পদক ও ২০২১ সালে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার অর্জন করেন।
এ ছাড়াও পেয়েছেন দেশ-বিদেশের বিভিন্ন পুরস্কার ও সম্মাননা। আলাওল সাহিত্য পুরস্কার, মাহবুবউল্লাহ-জেবুন্নিসা স্মৃতি পুরস্কার, খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার, রূপসী বাংলা পুরস্কার, বগুড়া লেখক চক্র পুরস্কার, কবি সুকান্ত সাহিত্য পুরস্কার, কপোতাক্ষ সাহিত্য পুরস্কার, জাতীয় কবিতা পরিষদ পুরস্কার, সাদত আলী আখন্দ পুরস্কার, কবিতালাপ পুরস্কার, বঙ্গবন্ধু পুরস্কার; কলকাতা, মনি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্ট সম্মাননা, রেখাচিত্রম সম্মাননা; কলকাতা, বাংলাদেশ-কানাডা অ্যাসোশিয়েশন অব ক্যালগেরি সম্মাননা, সংহতি গুণীজন সম্মাননা পদক, লন্ডন, উত্তরা ইউনিভার্সিটি সম্মাননা উল্লেখযোগ্য।
দেশ-বিদেশের ভক্ত-অনুরাগীদের গভীর ভালোবাসায় উদযাপিত হচ্ছে কবির জন্মদিন।