মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

কবিগুরুর প্রয়াণ দিবসে 'রবীন্দ্র বিতর্ক' 

আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ২০:১৮

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮২ তম প্রয়াণ দিবস উপলক্ষে 'আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে' এই বিষয়ের ওপর ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের সহযোগিতায় চ্যানেল আই কর্তৃক আয়োজিত হয় 'রবীন্দ্র বিতর্ক'। বৃহস্পতিবার (২৬ জুলাই) এ অনুষ্ঠান রেকর্ড করা হয়। সেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে শ্রেষ্ঠ তিনটি জুটিকে তুলে ধরা হয়। 

এই বিতর্কে শেষের কবিতা থেকে অমিত-লাবণ্য জুটি, নৌকাডুবি উপন্যাস থেকে রমেশ-হেমনলিনী ও অপরিচিতা গল্প থেকে অনুপম-কল্যাণী জুটিকে উপস্থাপন করা হয়। বিতর্কে অমিত চরিত্রের রূপায়ন করেন মাশরিকি খান মাহিন, লাবণ্য চরিত্রে নাফিসা তাসনিম বিনতে খলিল, রমেশ চরিত্রে ছিলেন ফাহিম মোন্তাছির রহমান, হেমনলিনী চরিত্রে তাসনিয়া শ্বাস্বতী, অনুপম চরিত্রে এস এম সিয়াম ফেরদৌস ও কল্যাণী চরিত্রের রুপায়ন করেন সাদিয়া আফরিন মোহনা৷ এই বিতর্কে সভাপতির দায়িত্ব পালন করেন এনডিএফ বিডি'র সম্মানিত চেয়ারম্যান একেএম শোয়েব৷

বিতর্ক মানেই যুক্তির দ্বৈরথ। সাহিত্য বিতর্কও তার ব্যতিক্রম নয়। সাহিত্য বিতর্কের মূল উদ্দেশ্য হলো কোনো গল্প বা উপন্যাসের চরিত্রকে বাস্তবে উপস্থাপনের মধ্য দিয়ে সেই গল্পের লেখকের দর্শনকে ফুটিয়ে তোলা। প্রদত্ত বিষয়বস্তুর ওপর নির্ভর করে সাহিত্য বিতর্কে প্রত্যেক বিতার্কিক তার লেখক তথা সেই চরিত্রের স্রষ্টা তার মাধ্যমে কি বার্তা দিতে চেয়েছেন সেটা দর্শকের মধ্যে যুক্তির মাধ্যমে তুলে ধরে। যেমন: শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম সেরা উপন্যাস ও অমিত তার শ্রেষ্ঠতম সৃষ্টি । এ উপন্যাসে প্রেম আছে, বিরহ আছে, বিচ্ছেদ আছে, কাব্যিক ছন্দময়তা আছে, হাস্যরসও আছে। অমিতের মধ্য দিয়ে সম্পূর্ণ শেষের কবিতায় আমরা যেন জীবন্ত রবীন্দ্রনাথকেই দেখতে পাই। অমিতের এই চরিত্রকে রবীন্দ্রনাথ শৈল্পিক বিমূর্ততায় সাজিয়েছেন।

অন্যদিকে অপরিচিতা গল্পে 'অপরিচিতা' মনস্তাপে ভেঙে পড়া এক ব্যক্তিত্বহীন যুবকের সাথে শিক্ষিত ও আত্মবিশ্বাসী নারীর অমীমাংসিত প্রেম তুলে ধরা হয়, সেই সাথে বিভিন্ন সামাজিক বাঁধা, নারীর প্রতি সমাজের সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি ও কুসংস্কারকে সূক্ষ্ম ভাবে উপস্থাপন করা হয়। 'নৌকাডুবি' উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর দেখিয়েছেন এক নৌকাডুবি মানুষকে সামাজিকভাবে কতটা বৈচিত্র্যময় করে তোলে ও সেখানে তিনি রমেশ ও হেমের মাঝখানে এক অচেনা প্রেম কে তুলে ধরেছেন।

আমাদের এই বিতর্কের মূল উদ্দেশ্য ছিল কবিগুরুর শ্রেষ্ঠ চরিত্রগুলো উপস্থাপনের মাধ্যমে তার শ্রেষ্ঠত্বকে মেলে ধরা। অনুষ্ঠানটি আগামী ৭ আগস্ট কবিগুরুর মহাপ্রায়ণের দিনে রাত ১০ টায় চ্যানেল আই এর পর্দায় সম্প্রচার করা হবে।

ইত্তেফাক/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন