রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

এনডিএফ বিডি ৭ম খুলনা বিভাগীয় বিতর্ক উৎসব অনুষ্ঠিত

আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ২১:১১

বিতর্ক শিল্পকে সারাদেশের শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিয়ে একটি যুক্তিবাদী তারুণ্যদীপ্ত সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ-বিডি)। একুশ বছরের দীর্ঘ পথ পরিক্রমায় ইতিমধ্যে ১৫টি জাতীয় বিতর্ক উৎসব, ৮টি জাতীয় মেডিকেল বিতর্ক উৎসব, প্রায় ৩৮ টি বিভাগীয় বিতর্ক উৎসবসহ ৬টি খুলনা বিভাগীয় বিতর্ক উৎসব সফলভাবে সম্পন্ন করেছে। 

এরই পরিপ্রেক্ষিতে অনুষ্ঠিত হয়েছে ‘দক্ষিণা বাতাসে যুক্তির সপ্তমী সুর’ স্লোগানে ‘এনডিএফ বিডি ৭ম খুলনা বিভাগীয় বিতর্ক উৎসব-২০২৩’। শনিবার (১৪ অক্টোবর) খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়। 

দিনব্যাপী এ উৎসব বর্ণাঢ্য উদ্বোধনীপর্ব, প্রদর্শনী শিশু বিতর্ক, প্লানচেট ডিবেট, সনাতনী বিতর্ক, বারোয়ারি বিতর্ক, ইংলিশ পাবলিক স্পিকিং, সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা, বিতর্ক কর্মশালা, উন্মুক্ত কুইজ, তারকা-আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার ও সার্টিফিকেট বিতরণীসহ বর্ণিল আয়োজনে মুখর হয়ে উঠে। খুলনা বিভাগের দশটি জেলার স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের বিতর্কপ্রেমী প্রায় ছয়শতাধিক শিক্ষক-শিক্ষার্থীসহ দেশসেরা বিতার্কিকরা অংশ নেয়।

ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এডিএফ বিডি)-এর চেয়ারম্যান একেএম শোয়েবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক শরীফ হাসান লিমন। উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন এনডিএফ বিডি ৭ম খুলনা বিভাগীয় বিতর্ক উৎসবের আহ্বায়ক তারক চন্দ্র মন্ডল। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের নোয়াপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. রবিউল হাসান, এনডিএফ খুলনা অঞ্চলের মডারেটর ও খুলনা পাবলিক কলেজের সহকারী অধ্যাপক মো.তাকদীরুল গনী। 

ইত্তেফাক/এবি