মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ২০ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

সিরিয়ায় সামরিক বাসে হামলা, ২৩ সেনা নিহত 

আপডেট : ১১ আগস্ট ২০২৩, ১৪:৪২

সিরিয়ার পূর্বাঞ্চলে একটি সামরিক বাসে হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে দেশটির ২৩ সৈন্য নিহত হয়েছেন। এ হামলার জন্য সিরিয়ান সরকার ইসলামিক স্টেট গ্রুপের (আইএস) জিহাদিদের দায়ী করেছে। শুক্রবার (১১ আগস্ট) যুদ্ধ পর্যবেক্ষণ একটি সংস্থা এ তথ্য জানিয়েছে খবর এএফপি’র।

ব্রিটেনভিত্তিক মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা জানায়, আইএস সদস্যরা বৃহস্পতিবার দিয়ার ইজোর প্রদেশে একটি সামরিক যান লক্ষ্য করে হামলা চালায়। এতে ২৩ সৈন্য নিহত ও আরো ১০ জন আহত হন।  আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে। 

এছাড়া এ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, কয়েক ডজন সেনাও নিখোঁজ। সিরিয়ায় নিজের শেষ আস্থানা হারানো পরেও আইএস দেশটিতে হামলা চালিয়েছে আসছে। আইএসের সদস্যরা সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটির উত্তর ও উত্তরপূর্বাঞ্চলে হামলার পরিমাণ অনেক বাড়িয়েছে।

ইত্তেফাক/এসআর/কেকে

এ সম্পর্কিত আরও পড়ুন