ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ প্রেস ক্লাবের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুণীজন সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার (১২ আগস্ট) দুপুরে পীরগঞ্জ প্রেস ক্লাবে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১২ গুনী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননাপ্রাপ্ত গুণীজনরা হলেন, মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য সাবেক গণপরিষদ সদস্য ইকরামুল হক (মরণোত্তর ), সাহিত্য ও সংস্কৃতিতে কামরুল হুদা, শিক্ষায় সহকারী অধ্যাপক ইসমাইল হোসেন, সমাজ সেবায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা পীরগঞ্জবাসী ঢাকায় থাকি’, নেপালের চুলু ইস্ট পর্বত ও রাশিয়ার এলব্রুস পর্বতজয়ী সিফাত ফাহমিদা নওসিন, খেলাধুলায় খালেদ মাহামুদ আকাশ, সংগীতে শুরুবালা রায়, চিকিৎসা সেবায় পীরগঞ্জ ডায়াবেটিস হাসাপাতাল এবং সাংবাদিকতায় ইত্তেফাক সংবাদদাতা মেহের এলাহী, প্রথম আলো প্রতিনিধি কাজী নুরুল ইসলাম, দৈনিক গণবার্তার আব্দুর রহমান ও দৈনিক নওরোজ প্রতিনিধি ফজলুল কবীর।
পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নসরতে খোদা রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইমদাদুল হক, সাবেক এমপি ও উপজেলা বিএনপি সভাপতি জাহিদুর রহমান, পীরগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর কামরুল হাসান, উপজেলা চেয়ার্যম্যান আখতারুল ইসলাম, ইউএনও শাহরিয়ার নজির, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, পীরগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ শেখ, পৌর মুক্তিযেদ্ধা কমান্ডার নুরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম, জেলা সিপিবির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু সায়েম, জেলা পরিষদ সদস্য মোস্তাফিজুর রহমানসহ আরও অনেকে।