সৌদি প্রো লিগে নিজেদের প্রথম ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়া মাঠে নেমেছিলো আল নাসর। সেই ম্যাচে আল ইত্তিফাকের কাছে হেরে মৌসুম শুরু করে তারা। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে দলের বড় তারকা রোনালদোকে নিয়ে আল তাউনের বিপক্ষে মাঠে নামে আল নাসর। তবে ভাগ্য বলদ হয়নি।
শুক্রবার রাতে রিয়াদে তাউনের কাছে ২-০ গোলে হেরেছে আল নাসর। ম্যাচে আধিপত্য করে খেলেছে আল নাসর। তবে গোলের দেখা পায়নি তারা। অন্যদিকে ম্যাচের ২০ মিনিটে লিড নেয় আল তাউন। ক্যামেরুন তারকা লিয়ান্দ্রো তাওয়াম্বার গোলে এগিয়ে যায় তারা। এরপর প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।
বিরতি থেকে ফিরে আরও আক্রমণাত্নক হয়ে খেলতে থাকে আল নাসর। তবে গোল পেতে ব্যর্থ হয় তারা। অন্যদিকে ম্যাচের যোগ করা সময়ে কাউন্টার অ্যাটাক থেকে গোল করে দলকে ২-০ তে এগিয়ে দেয় আহমেদ বাহউসাইন। শেষ পর্যন্ত ২-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে আল নাসর।