হবিগঞ্জের মাধবপুরে পুকুর থেকে একটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার আনন্দগ্রামের একটি পুকুর থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আনন্দগ্রামের আজিজুর ইসলামের পুকুরে শনিবার দুপুরে একই এলাকার ৪ যুবক ফুটবল নিয়ে পানিতে খেলতে নামে। খেলার একপর্যায়ে একজনের পায়ে শক্ত একটি বস্তু লাগে। পানির নিচ থেকে সে ওই বস্তুটি উপরে নিয়ে আসলে গ্রেনেডটি দেখতে পায়।
মাধবপুর থানার ওসি মো. রকিবুল ইসলাম খাঁন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে গ্রেনেডটি সেখানে পুলিশ প্রহরায় রয়েছে । সেটি পরীক্ষা করতে ঢাকা থেকে বিস্ফোরক বিশেষজ্ঞ আসছেন। তাদের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।