রোববার, ০১ অক্টোবর ২০২৩, ১৬ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন প্রকল্পের চাকরি মেলা অনুষ্ঠিত

আপডেট : ২১ আগস্ট ২০২৩, ২২:০৫

সাতক্ষীরার শ্যামনগরে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন প্রকল্পের আওতায় চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ আগস্ট) সকালে উত্তরণের আয়োজনে ও এডুকোর আর্থিক সহায়তায় শ্যামনগরের বরসা রিসোর্টে অনুষ্ঠিত হয়।

চাকরি মেলায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান ও মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা। 

উত্তরণের প্রজেক্ট ম্যানেজার নাজমা আক্তারের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উত্তরণ কর্মকর্তা মো. আমিনুর রহমান, জিএম মাছুদুর রহমান, অলোক কুমার পাল, মো. আনিছুর রহমানসহ কাশিমাড়ী, বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ ও গাবুরা ইউনিয়নের ট্রেনিংপ্রাপ্ত শিশু, শিক্ষক, অভিভাবক, শিশু সুরক্ষা কমিটির সদস্য ও চাকরিদাতা প্রতিষ্ঠান সমূহ। উক্ত চাকরি মেলায় একজন কোম্পানি, ২ জন মোবাইল সার্ভিসিং, ২ জন ইলেকট্রিক হাউজ ওয়ারিং ও একজন টেইলরিং সপের মালিকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় তারা মোবাইল সার্ভিসিং, টেইলরিং ও ইলেকট্রিক হাউজ ওয়ারিংবিষয়ক প্রশিক্ষণপ্রাপ্ত এবং চাকরি করতে আগ্রহী ২৫ জন প্রশিক্ষণার্থীকে যাচাই বাছাইয়ের পর ২০ জনের বায়োডাটা গ্রহণসহ তাদের কাজের সুযোগ প্রদান করার আশ্বাস প্রদান করেন। 

এ ছাড়াও আনিরা এন্টারন্যাশনাল লি. নারায়নগঞ্জ, ঢাকার এই প্রতিষ্ঠান, উত্তরণ ২০২১ ও ২০২২ সালে যে সকল শিশুদের কারিগরি প্রশিক্ষণ প্রদান করেছে তাদেরকেও চাকরি প্রদানের সুযোগ দিবেন বলে জানান।

ইত্তেফাক/পিও