মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের অবদান কখনো ভুলবে না।
বুধবার (২৩ আগস্ট) সকালে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুক্তিযুদ্ধা কমপ্লেক্স ভবনের সভাকক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, এ দেশের জন্য মুক্তিযোদ্ধাদের যে অবদান, তা কখনোই ভুলার নয়। তাই বর্তমান সরকার বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে।
মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার রেনু দাশের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম, চাঁদপুর-২ নির্বাচনী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল ও মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, মতলব পৌর মেয়র আওলাদ হোসেন লিটন, চাঁদপুর জেলা কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান, উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বশির উল্যাহ সরকার, চাঁদপুর জেলা প্রকৌশলী আহসান কবির।