বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১৪ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

নেপালে যাত্রীবাহী বাস নদীতে পড়ে নিহত ৮

আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ২১:৫২

নেপালের ধাদিং জেলায় কাঠমুন্ডুগামী একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে অন্তত ৮ জন নিহত হয়েছে। বুধবার সকালে ত্রিশূলী নদীতে এই দুর্ঘটনা ঘটেছে। খবর কাঠমুন্ডু পোস্টের।

পুলিশ জানায়, বাসটি কাঠমান্ডু থেকে মায়াগদি জেলার বেনির দিকে যাচ্ছিল। যাত্রাপথে রাস্তা থেকে উল্টে পৃথ্বী হাইওয়ের পাশে গাজুরি নামক স্থানের কাছে নদীতে পড়ে যায়।

ধাদিং জেলা পুলিশ অফিসের সুপারিনটেনডেন্ট গৌতম মিশ্র বলেছেন, ঘটনাস্থল থেকে আট যাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত ১৩ জনকে চিকিত্সার জন্য কাঠমুন্ডুতে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি অন্যান্য আহত যাত্রীদের গাজুরি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আঞ্চলিক পুলিশ অফিস গজুরির সিনিয়র পুলিশ কনস্টেবল সুরবীর বুমি জানান, উদ্ধারের জন্য পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে।

মিশ্র বলেছেন, পুলিশ এখনও বাসে মোট যাত্রীর সংখ্যা নিশ্চিত করতে পারেনি এবং ঘটনার বিবরণ এখনও পাওয়া যায়নি।

ইত্তেফাক/এসএটি/এবি