রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

এমবাপ্পের জন্য মাদ্রিদের দরজা বন্ধ

আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ১৬:০৬

এই গ্রীষ্মে কিলিয়ান এমবাপ্পের জন্য রিয়াল মাদ্রিদের দরজা বন্ধ করে দিলেন ক্লাবটির কোচ কার্লো আনচেলত্তি। তার দাবী এই গ্রীষ্মে তাদের ক্লাবে আর নতুন কোন খেলোয়াড় আসছে না। সেল্টা ভিগো সফরকে সামনে রেখে মাদ্রিদ কোচ বলেন, ‘এ বিষয়ে আমি শতভাগ নিশ্চিত।’

রিয়াল মাদ্রিদে যোগ দিতে ক্লাবটির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষা করে চলেছেন ফরাসি তারকা এমবাপ্পে। অপরদিকে তার বর্তমান ক্লাব পিএসজিও চায় না আগামী গ্রীষ্মে বিনা ট্রান্সফারে তাকে ছেড়ে দিতে। তবে এ জন্য আর অপেক্ষা করতে চায় না লস ব্লাঙ্কোরা। কয়েকদিন আগেও এ বিষয়ে রিপোর্ট প্রকাশিত হয়েছে।  আনচেলত্তি চান না দলের আর কোন খেলোয়াড় সুযোগ না পাওয়ার আশঙ্কায় রিয়াল ছাড়ুক। যদিও ওই আশঙ্কার কারণে আরও দুই খেলোয়াড় এই গ্রীষ্মে রিয়াল ছাড়ার অনুমতি নিয়ে রেখেছে।

রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি।

এদিকে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেসের নারী ফুটবলারের ঠোঁটে চুম্বন দেওয়ার বিষয়টি যৌন হয়রানির পর্যায়ে পড়ে কিনা এমন প্রশ্নের জবাবে আনচেলত্তি বলেন, ‘এটি একটি স্পর্শকাতর বিষয়। তবে একজন নাগরিক হিসেবে আমিও অধিকাংশ নাগরিকের মতো বলব, বিষয়টি আমার পছন্দ হয়নি। তার ওই আচরণ ফুটবল ফেডারেশনের সভাপতির মতো হয়নি।’

ইত্তেফাক/জেডএইচ