শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১৬ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

রোনালদোর হ্যাটট্রিকে বড় জয় আল নাসরের

আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ১৩:১২

মৌসুমের শুরুটা ভালো হয়নি ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল নাসরের। প্রথম দুই ম্যাচে জয় পেতে ব্যর্থ হয় আল নাসর। তবে তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে সৌদির এই ক্লাবটি। তৃতীয় ম্যাচে হ্যাটট্রিক করে দলকে মৌসুমের প্রথম জয় এনে দিয়েছেন পর্তুগিজ তারকা রোনালদো।

প্রথম ম্যাচে দলে না থাকলেও, দ্বিতীয় ম্যাচেই দলে ফিরেছিলেন রোনালদো। তবে দলকে জয় এনে দিতে পারেননি পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই তারকা। তবে মৌসুমের তৃতীয় ম্যাচে হ্যাটট্রিক করে দলকে বড় জয় এনে দিয়েছেন রোনালদো। তার হ্যাটট্রিকে আল ফাতেহকে ৫-০ গোলে হারিয়েছে আল নাসর।

 

শুক্রবার (২৫ আগস্ট) রাতে মুখোমুখি হয় আল নাসর ও আল ফাতেহ। ম্যাচের ৩৮ মিনিটে নিজের প্রথম গোল করেন রোনালদো। এরপর ম্যাচের ৫৫ ও অতিরিক্ত সময়ের ষষ্ঠ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন সিআর সেভেন। এটি তার ক্যারিয়ারের ৬৩তম হ্যাটট্রিক। 

এছাড়া আল নাসরের পক্ষে বাকী দুই গোল করেন সেনেগালের তারকা সাদিও মানে। ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের ১২ নম্বরে অবস্থান করছে আল নাসর। 

ইত্তেফাক/জেডএইচ