বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১৩ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

চট্টগ্রামে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নিহত ১, দগ্ধ নারী

আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ১১:২৯

চট্টগ্রাম নগরীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। তার নাম আব্দুল খালেক (৬৫)। এ ঘটনায় দগ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন তার স্ত্রী আনোয়ারা বেগম (৬০)।

সোমবার (২৮ আগস্ট) সকালে বন্দর থানাধীন দক্ষিণ মধ্যম হালিশহরে ধপফুলের দিদারের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নিহত আব্দুল খালেকের ছেলে মাসুদ রানা ও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুর আলম আশেক।

নুর আলম আশেক বলেন, দক্ষিণ হালিশহর এলাকায় আজ রাত দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘরের ভেতরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দম্পতিকে তাদের ছেলে হাসপাতালে নিয়ে আসেন। সে সময় কর্তব্যরত চিকিৎসক আব্দুল খালেককে মৃত ঘোষণা করেন। আনোয়ারা বেগম বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত আব্দুল খালেকের ছেলে মাসুদ রানা বলেন, রাতে আমরা খেয়ে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। আহত অবস্থায় মা-বাবাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা বাবাকে মৃত ঘোষণা করেন।

ইত্তেফাক/এইচএ/কেকে