বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ২২ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

যান্ত্রিক ত্রুটির কারণে যুক্তরাজ্যে ফ্লাইট বিলম্বের সতর্কতা

আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ১৭:৩৭

যান্ত্রিক ত্রুটির কবলে পড়েছে যুক্তাজ্যের এয়ার ট্রাফিক কন্ট্রোল। ফলে দেশটির সকল ফ্লাইটে বিলম্ব হবে বলে জানা গেছে। বিবিসির লাইভ আপডেটে এ তথ্য জানানো হয়েছে।

ব্রিটেনের ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস জানিয়েছে, তারা প্রযুক্তিগত সমস্যা দেখতে পেয়েছে এবং নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে আপাতত এয়ার ট্রাফিকে বিধিনিষেধ প্রয়োগ করা হয়েছে। ইঞ্জিনিয়াররা ত্রুটি খুঁজে বের করার এবং সংশোধন করার জন্য কাজ করছেন। এর ফলে যেকোন অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।

তবে এর কারণ বা এটি ঠিক করতে কত সময় লাগবে সে সম্পর্কে আর কোনো তথ্য দেয়নি তারা।

এর আগে স্কটিশ এয়ারলাইন লোগানএয়ার সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) বলেছিল, যুক্তরাজ্যের এয়ার ট্রাফিক কন্ট্রোল কম্পিউটার সিস্টেমের নেটওয়ার্কজুড়ে ত্রুটি দেখা দিয়েছে। এ কারণে ফ্লাইট দেরি হতে পারে।

ব্রডকাস্টার গ্যাবি লোগানও বলেছিলেন, তিনি বুদাপেস্ট বিমানবন্দরের রানওয়েতে একটি বিমানে ছিলেন। তাদের শুধু বলা হয়েছিল যুক্তরাজ্যের আকাশসীমা বন্ধ। তাদের হয়তো এখানে ১২ ঘণ্টা অপেক্ষা করতে হতে পারে।

ইত্তেফাক/এসএটি

এ সম্পর্কিত আরও পড়ুন