শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ২২ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

চাঁদপুরে মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ১৬:১৩

চাঁদপুরের ফরিদগঞ্জে মাকে হত্যার দায়ে ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে  ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে চাঁদপুরের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. মহিসনুল হক এই রায় ঘোষণা করেন।

নিহহ ছালেহা খাতুনকে (৮০) ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের পূর্ব ধানুয়া গ্রামের মৃত আব্দুল খালেক মিজির স্ত্রী এবং দণ্ডপ্রাপ্ত আবুল কালাম বাহার (৫০) একই এলাকার নিহতের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, আসামি বাহার এক সময় প্রবাসে ছিলেন। দেশে ফিরে তিনি অনেক সময় এলোমেলো কথাবার্তা বলতেন। যে কারণে তার স্ত্রী চলে যান। এরপরে বিভিন্ন সময়ে বাহার তার মাকে মারধর করতেন। ঘটনার দিন ২০১৮ সালের ২৩ জুলাই রাত সাড়ে ৩টার দিকে মায়ের ঘরে ঢুকে হঠাৎ মাকে মারধর  শুরু করে বাহার। এক পর্যায়ে ঘরের স্টিলের দরজার আংটা মায়ের চোখে ঢুকিয়ে দেন। এতে মা অজ্ঞান হয়ে পড়েন। ঘরের অন্য সদস্যদের চিৎকারে লোকজন এগিয়ে আসে এবং ছালেহা খাতুনকে চাঁদপুর সরকারি জেনারেল হাপসাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় নিহতের মেয়ের জামাতা মো. রুহুল আমিন মিজি ঘটনার পরদিন ২৪ জুলাই ফরিদঞ্জ থানায় আবুল কালাম বাহারকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

 

ইত্তেফাক/আরএজে