নদীর নাব্যতা হারিয়ে এ অঞ্চলে বিলুপ্তির পথে গ্রাম বাংলার হাজার বছরের ঐতিহ্যবাহী নৌকাবাইচ। আবহমান গ্রাম বাংলার এই ঐতিহ্য ধরে রাখতে হয়ে গেল নবাবগঞ্জে ইছামতি নদীর দিঘীরপাড় পয়েন্টে বাইচ।
মঙ্গলবার (২৯ আগস্ট) বিকালে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পুরো এলাকা জুড়ে নৌকার বৈঠার ছলাৎ ছলাৎ শব্দে ‘হেইওরে, হেইওরে ’ ডাকে মুখরিত ছিল। শিশু-কিশোর, নারী-পুরুষ, বৃদ্ধ নির্বিশেষে হাজার হাজার মানুষ এ বাইচ উপভোগ করতে উপস্থিত হয়ে মেতে ওঠে আনন্দ-উল্লাসে। নদীর পাড়ে বিভিন্ন খাবারের পসরা নিয়ে বসে গ্রাম্যমেলা।
বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটি, নবাবগঞ্জ উপজেলা প্রশাসন, নবাবগঞ্জ থানা পুলিশ ও দিঘীরপাড় নওমোজাহিদ ক্লাবের সহযোগিতায় এই বাইচ অনুষ্ঠিত হয়। পরে ক্লাবের সভাপতি মো. শহীদুল ইসলাম লিটনের সভাপতিত্বে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ। বাইচে ছয়টি নৌকা অংশগ্রহণ করে।