বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ১৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

করাচির ব্যস্ত রাস্তায় ঘুরে বেড়াচ্ছে সিংহ

আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ১৪:১২

কখনো কি দেখেছেন বনের রাজা ঘুরে বেড়াচ্ছে লোকালয়ে? হ্যা, এমনই এক অভাবনীয় দৃশ্য দেখা গেছে পাকিস্তানের করাচি শহরের একটি ব্যস্ত রাস্তায়। মঙ্গলবার (২৯ আগস্ট) দেখা মেলে এমন দৃশ্যের।

জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়, পরিবহনের সময় সিংহটি একটি গাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে করাচির রাস্তায় সিংহের এ হাটাহাটির দৃশ্যের ভিডিও ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, শহরের ব্যস্ত এক রাস্তায় একটি সিংহ ঘুরে বেড়াচ্ছে। করাচির এই রাস্তার নাম শারিয়া ফয়সাল।

পরে অবশ্য ঘটনাস্থলে পুলিশ যায়। তারা সবাইকে সিংহটি থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে বলে। অবশেষে কর্তৃপক্ষ সিংহটিকে খাঁচার ভেতরে ঢোকাতে সক্ষম হয়।

আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা জানান, পরিবহনের সময় সিংহটি যে গাড়ি থেকে পালিয়েছিল, তার চালককে তারা আটক করেছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়, তারা বন্যপ্রাণী বিভাগের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে।

পাকিস্তানের বন্যপ্রাণী বিভাগের এক কর্মকর্তা জিও নিউজকে জানান, সিংহটির বয়স ছিল প্রায় দুই বছর।

ইত্তেফাক/এমটি/এসকে

এ সম্পর্কিত আরও পড়ুন