শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ২৩ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

সিরাজগঞ্জে বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপরে যমুনার পানি  

আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ১২:০২

পাহাড়ি ঢল ও কয়েক দিনের ভারী বর্ষণের কারণে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমা ওপরে প্রবাহিত হচ্ছে। সেই সঙ্গে জেলার অভ্যন্তরীণ করতোয়া, ফুলজোড় ও বড়াল নদীসহ চলন বিলেও পানিও বৃদ্ধি পাচ্ছে।

নতুন করে পানি বাড়তে থাকায় বন্যায় প্লাবিত জেলার পাঁচ উপজেলার যমুনা অভ্যন্তরের চরাঞ্চলের গ্রামগুলো, ফসলের মাঠ, বসতবাড়ি পানি উঠছে তাই এলাকাবাসী ভাঙন আতঙ্কে রয়েছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানি গত ২৪ ঘণ্টায় ৯ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর  দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে কাজিপুরের মেঘাই পয়েন্টে পানি গত ২৪ ঘন্টায় ৮ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

কাওয়াকোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়া মুন্সী জানান, যমুনায় বন্যার পানি বাড়ার এবং কমার সময় যমুনার পাড়ের চরাঞ্চলে ভাঙন দেখা দেয়।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রনজিত কুমার সরকার জানান, চলমান ভারী বর্ষণে যমুনার পানি বৃদ্ধি ও চরাঞ্চলের নিম্নভূমিগুলো নতুন করে প্লাবিত হচ্ছে। সঙ্গে সঙ্গে ভাঙন আতঙ্কে রয়েছে নদী পাড় এবং চরাঞ্চলের মানুষ।  

ইত্তেফাক/আরএজে