অনেক অপেক্ষার পর গতকাল বুধবার এশিয়া কাপের পর্দা উঠেছে। তবে এশিয়া কাপের নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে টাইগারদের জন্য রয়েছে আরেকটি দুঃসংবাদ। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে একাদশে নাও দেখা যেতে পারে বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল।
সংবাদমাধ্যম ক্রিকইনফো জানিয়েছে, হাঁটুতে সামান্য ব্যথা (নিগল) অনুভব করছেন মুস্তাফিজ। যে কারণে তাকে খেলতে নাও দেখা যেতে পারে। যদি মুস্তাফিজ একাদশে না থাকেন তাহলে শ্রীলঙ্কার বিপক্ষে পেস আক্রমণে তাসকিন আহমেদ, হাসান মাহমুদের সঙ্গে থাকবেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।
এশিয়া কাপে বাংলাদেশ দলে দেখা যাবে না বেশ কিছু নিয়মিত মুখকে। অসুস্থতার কারণে ছিটকে গেছেন অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার লিটন দাস। তার পরিবর্তে দলে যোগ দিয়েছেন আরেক উইকেটকিপার ব্যাটার এনামুল হক বিজয়।