শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ২৩ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

১৩ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৪৬

জয়পুরহাটে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে দীর্ঘ ১৩ বছর পর নওগাঁর ধামুইরহাট থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।

ধামইরহাট উপজেলার চকচন্ডি এলাকা থেকে র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি অপারেশনাল দল শনিবার (২ সেপ্টেম্বর) ভোর রাতে রায়হান উদ্দিনকে (৩৮) গ্রেপ্তার করেছে। জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

শনিবার সকালে জয়পুরহাট র‌্যাব ক্যাম্প থেকে পাঠানো প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তার রায়হান উদ্দিন জয়পুরহাট জেলা সদরের ধলাহার গ্রামের ওছিম উদ্দিনের ছেলে।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, গত ২০১০ সালের ৩ মার্চ জয়পুরহাট সদর থানার ধলাহার ইউনিয়নের বালিয়াতর গ্রামে ৪৮০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিলসহ জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি দল রায়হানকে গ্রেপ্তার করে। এরপর র‌্যাব বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলা চলমান অবস্থায় জামিন নিয়ে পলিয়ে যান রায়হান। তার অনুপস্থিতেই দীর্ঘ ১৩ বছর পর গত ২৯ আগস্ট ২০২৩ তারিখে জয়পুরহাট জেলার স্পেশাল ট্রাইব্যুনাল আদালতের বিজ্ঞ বিচারক মাদক মামলার আসামি রায়হানের বিরুদ্ধে যাবজ্জীবন সাজা প্রদান করেন। মামলার রায় হওয়ার পর থেকেই র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল আসামি রায়হানকে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি বাড়ান। গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি দল শনিবার রাতে ধামইরহাট উপজেলার চকচন্ডি এলাকা থেকে রায়হানকে গ্রেপ্তার করে। সাজাপ্রাপ্ত আসামি রায়হানকে জয়পুরহাট জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ইত্তেফাক/এসএ/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন