শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ২২ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

আওয়ামী লীগ নেতার হাত কেটে নেওয়ার পর কুপিয়ে হত্যার অভিযোগ

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৪৮

বগুড়ার শাজাহানপুরে দিনেদুপুরে শাহজালাল তালুকদার পারভেজ (৫০) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে তার হাত থেকে কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়।

শনিবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার আশেকপুর ইউনিয়নের মাথাইলচাপড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত পারভেজ শাবরুল এলাকার মন্টু প্রামাণিকের ছেলে। তিনি বগুড়া সদরের কৈচড় বিএম কলেজের প্রভাষক এবং আশেকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি।

আশেকপুর ইউনিয়নের চেয়ারম্যান হযরত আলী বলেন, পারভেজ সকালে সাবরুল বাজার থেকে বগুড়া শহরের দিকে যাচ্ছিলেন। পথে মাথাইল চাপড় এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশায় চার থেকে পাঁচজন সন্ত্রাসী এসে পথরোধ করে তাকে কোপাতে থাকে। পারভেজ সেখান থেকে দৌড়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেয়। সেখানে গিয়ে তাকে কুপিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইউপি চেয়ারম্যান আরও বলেন, ছেলের মৃত্যুর খবর শুনতে পেয়ে পারভেজের বাবা সাবেক মেম্বার মন্টু মিয়া স্ট্রোক করে হাসপাতালে ভর্তি আছেন। প্রায় দেড় মাস আগে পারভেজের বড় ভাই পান্নাকে দুর্বৃত্তরা চাঁদার দাবিতে ছুরিকাঘাত করে। ওই সময় পান্না বেঁচে গেলেও তার ছোট ভাই পারভেজকে হত্যার হুমকি দিয়েছিল দুর্বৃত্তরা।

ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির এসআই আনিসুর রহমান বলেন, সকাল ১১টার দিকে পারভেজ নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। তার মাথা, ডান হাতে আঘাতের চিহ্ন রয়েছে এবং ডান হাতের কব্জি বিচ্ছিন্ন ছিল। হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, কী কারণে এ হত্যা করা হয়েছে তা এখনও জানা যায়নি। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে।

ইত্তেফাক/এবি