চুরির অভিযোগে মো. মানিক মোল্যা প্রকাশ মানিক (৪০), মো. ইবাদত মোল্যা (৩৬) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সম্পর্কে ভাই। গ্রেপ্তারকৃত মানিক চুরি করা স্বর্ণ উপহার দেন স্ত্রীকে!
রোববার (২ সেপ্টম্বর) রাতে মাগুরা জেলার সদর থানার নাডিখালী গ্রাম থেকে মানিককে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়।
জানা গেছে, গ্রেপ্তার মানিক একজন রিকশাচালক। গত ৩০ আগস্ট দুই যাত্রী নিয়ে কল্যাণপুর বাস স্টেশন যাচ্ছিলেন। ওই যাত্রী রিকশা থেকে নামার সময় একটি লাগেজ ভুলে রিকশায় রেখে যান। মানিক লাগেজ নিয়ে পালিয়ে যান। প্রথমে সেই ব্যাগ থেকে স্বর্ণ বের করে স্ত্রীকে উপহার দেন। পরে স্ত্রীর কথায় শাশুড়িকে উপহার দিতে বাকি স্বর্ণ নিয়ে শ্বশুর বাড়ি মাগুরায় চলে যান। আর তার এই কাজে সহযোগিতা করে তারই ভাই ইবাদত। এ জন্য ইবাদতকেও একটি স্বর্ণ দেন তিনি। যাতে ধরা না পরেন এ জন্য মোবাইল ও সিমও পাল্টে ফেলেন তিনি। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে মানিকের বিষয়ে নিশ্চিত হয়ে মাগুরা থেকে মানিক ও ইবাদতকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়।
মাগুরা জেলার সদর থানার ওসি মো. মহসিন বিষয়টি নিশ্চিত করেছেন।